দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল সূর্য-বাহিনী

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল সূর্য-বাহিনী
আর্শদ্বীপকে জড়িয়ে ধরে উইকেট উদযাপন ম্যাচ সেরা অক্ষর প্যাটেলের।ছবি: হিন্দুস্তান টাইমস

বাইশ গজে ভারতের বোলিং দাপটেই কোণঠাসা হয়ে গেল অস্ট্রেলিয়া। গোটা ম্যাচে দাপিয়ে বোলিং করলেন শিবম দুবে, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। স্পেলের শেষ বলে এসে অবশ্য একটি উইকেট পেলেন জশপ্রীত বুমরাহও।যার ফলে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ৪৮ রানে হারতে হলো স্বাগতিকদের।

বৃহস্পতিবার ক্যারেরায় অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের মধ্য দিয়েই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অক্ষর প্যাটেল।

প্রথম তিনটি ম্যাচের পর সিরিজ ১-১ সমতা ছিল। এদিন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে এসে চূড়ান্ত হাড্ডাহাড্ডি লড়াই হলো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান সংগ্রহ করে ভারত। ওপেনার শুভমন গিল শুরু থেকেই ক্রস ব্যাটে শট খেলার চেষ্টা করে দলের রানকে এগিয়ে নেন। যদিও ব্যক্তিগত ৪৬ রানের মাথায় ন্যাথান এলিসের বলে বোল্ড হয়ে অর্ধশতক হাতছাড়া হয় তার।

এদিন অভিষেক শর্মাও খেলেন ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অ্যাডাম জাম্পার বলে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। দ্রুত রান তোলার চেষ্টা করলেও ২০ রানের বেশি করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। শর্মার পর ভারতের মিডল অর্ডারেও আঘাত হানেন জাম্পা। একই ওভারে তিলক ভার্মা (৫) ও জিতেশ শর্মাকে (৩) আউট করে বড় ধাক্কা দেন ভারতকে।

এতে রানের গতি কিছুটা কমে এলেও শেষ দিকে নেমে ১১ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতের স্কোরকে ১৬৭-তে পৌঁছে দেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই আগ্রাসী ভঙ্গিতে খেলা শুরু করে অস্ট্রেলিয়াতবে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল দুর্দান্ত বোলিং দিয়ে ম্যাচের লাগাম ভারতের হাতে এনে দেনম্যাথু শর্টকে (২৫) আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন অক্ষরএরপর ১২ রানের মাথায় জশ ইংলিশকেও বোল্ড করেন বাঁহাতি স্পিনারঅস্ট্রেলিয়ার স্কোর তখনউইকেটে ৭০।

পরে শিবম দুবের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন মার্শমাত্র ৩০ রান করে মাঠ ছাড়তে হয় তাকেশিবমেরই আরেক বলে ছক্কা মারলেও পরের বলেই আউট হলেন দীর্ঘদেহী টিম ডেভিডমাত্র ১৪ রান করেই বাইশ গজ ছাড়তে হয় তাকে

জয়ের জন্য অস্ট্রেলিয়ার শেষ ভরসা ছিল মার্কাস স্টয়নিসতবে তাকে মাত্র ১৭ রানেই ক্রিজছাড়া করেন আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দরএতে ১১৬ রানের মাথায়উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ারঠিক তার পরের বলেই জেভিয়ার বার্টলেটকে আউট করেন সুন্দর

পরে বেন দারউইশকে (৫) বুমরাহ বোল্ড করলে এবং জাম্পাকে আউট করে সুন্দর তার তিন উইকেটের কোটা পূরণ করলে ৪৮ রানের হার দেখে অস্ট্রেলিয়া