জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ, তদন্ত করবে বিসিবি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ নভেম্বর ২০২৫, ০১:৩৬ এএম
জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ, তদন্ত করবে বিসিবি

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন। অভিযোগের আঙুল তুলেছেন দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের দিকে।

জাহানারা আরও বলেন, তার ক্যারিয়ার ইচ্ছাকৃতভাবে নষ্ট করার পেছনে দলেরই কয়েকজন সাবেক ও বর্তমান কোচিং স্টাফ এবং খেলোয়াড় জড়িত ছিলেন। তার ভাষায়, আমি শুধু মাঠে পারফরম্যান্স দিয়েছি, তবু নানা অজুহাতে আমাকে দলে বাইরে রাখা হয়েছে।

জাহানারার এসব অভিযোগের পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিসিবি।

বিসিবি জানায়, ‘জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে।’

বিসিবির বিবৃতিতে বলা হয়, সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে জাহানারার পাশে থাকার আশ্বাস জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ‘কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা আমরা এখানে দেখতে চাই না’ উল্লেখ করে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।