১০ জন নিয়েই রেকর্ড বায়ার্নের
ইউরোপিয়ান ফুটবলের রেকর্ড বুকে বায়ার্ন মিউনিখ নাম তুলেছিল কিছুদিন আগেই। মৌসুমের শুরু থেকে প্রথম ১৪ ম্যাচ জিতে গড়েছিল বাভেরিয়ানরা সেই রেকর্ড। আর সেটি আরও পোক্ত করলো জার্মান দলটি মঙ্গলবার রাতে পিএসজিকে ২-১ ব্যবধানে হারিয়ে। চলতি মৌসুমে এটি তাদের টানা ১৬তম জয়।
পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজি ঘরের মাঠের সুযোগ তো কাজে লাগাতে পারেই নি, উল্টো ১০ জনের বায়ার্নের কাছে পেতে হয়েছে চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের স্বাদ।
ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে ফরাসি জায়ান্টরা। ফিরতি বলে নেওয়া শটে বায়ার্নকে লিড এনে দেন কলম্বিয়ান লেফট উইঙ্গার লুইজ দিয়াজ।
৩২তম মিনিটের মাথায় পিএসজি সেন্টারব্যাক মারকিনিওসেরও দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ।
বায়ার্নকে উড়াতে থাকা এই দিয়াজই বড় রকমের হোঁচট খাওয়ান দলকে প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে। পিএসজি তারকা আশরাফ হাকিমিকে মারাত্মক ফাউল করে বসেন দিয়াজ। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর দেখে দিয়াজকে লাল কার্ড দেন রেফারি মউরিসিও মারিয়ানি। অপরদিকে হাঁটুতে চোট নিয়ে মাঠ ছাড়েন হাকিমি।
দ্বিতীয়ার্ধেও ১০ জনের বায়ার্নের বিপক্ষে সুবিধা করতে পারেনি স্বাগতিক পিএসজি। ৭৪ মিনিটে হোয়াও নেভেসের গোলটি হয়ে থাকে ম্যাচের শেষ পর্যন্ত তাদের স্বান্ত্বনা পুরষ্কারের মতো। ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় ফ্রেঞ্চ জায়ান্টদের।
৪ ম্যাচের সব কটি জিতে মোট ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্বে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে পিএসজি।
