গণভোটসহ আট দাবিতে উত্তাল পল্টন
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড় এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সেখানে ইতোমধ্যেই যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতাকর্মীরা।
এছাড়া একই পদযাত্রায় অংশ নিচ্ছেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতাকর্মীরাও।
গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই ঘোষণার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকেই পল্টনে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে তারা সাড়ে ১১ টার দিকে পদযাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে।
তার আগেই জামায়াত ইসলামীর সঙ্গে একাত্মতা প্রকাশ করা দলগুলো যোগ দেয় তাদের সঙ্গে।
পাঁচ দফা দাবির মধ্যে আরও রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।
