ক্রিকেটারদের পারিশ্রমিক, হোটেল বিল বাকি রেখেই উধাও টুর্নামেন্ট আয়োজকরা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৩ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
ক্রিকেটারদের পারিশ্রমিক, হোটেল বিল বাকি রেখেই উধাও টুর্নামেন্ট আয়োজকরা
ছবি- সংগৃহীত

টুর্নামেন্টের প্রচারণায় ছিলেন সাকিব আল হাসান, ক্রিস গেইলদের মতো নামিদামি ক্রিকেটাররা। খেলছিলেন গেইল, জেসি রাইডার, থিসারা পেরেরারা। বেশ কয়েকটি ম্যাচও গড়িয়েছিল মাঠে। কিন্তু হুট করেই টুর্নামেন্টের মাঝপথে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। খেলোয়াড়দের হোটেলে রেখেই, তাদের পাওনাদি ও হোটেল বিল না দিয়েই পালিয়েছেন আয়োজকেরা৷

অবিশ্বাস্য হলেও সত্যি এই ঘটনা ঘটেছে কাশ্মিরে চলা ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগের কথা।

আগামী ৯ নভেম্বর পর্দা নামার কথা ছিল টুর্নামেন্টের। কিন্তু হুট করেই রোববার (২ নভেম্বর) টুর্নামেন্ট আয়োজকেরা জানায় অনিবার্য কারণবশত খেলা বন্ধ থাকবে। আর এরপর হোটেলে অবস্থানরত ক্রিকেটাররা জানতে পারে লাপাত্তা হয়ে গেছেন টুর্নামেন্টের আয়োজকেরা।

হোটেলে আটকা পড়েছেন প্রায় ৪০ জন ক্রিকেটার ও দলের কর্মকর্তা কর্মচারী। হোটেলের ভাড়া ও ক্রিকেটারদের পাওনাদি পরিশোধ না করেই রীতিমতো হাওয়া হয়ে গিয়েছেন আয়োজকেরা

টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়াল মেলিসা জুনিপার সংবাদমাধ্যমকে জানান, 'আয়োজকেরা কিছু না বলেই পালিয়ে গিয়েছেন। হোটেল বিল, খেলোয়াড়, ম্যাচ রেফারি, আম্পায়ার, অফিসিয়াল কারো টাকা তারা পরিশোধ করেনি। আমরা চেষ্টা করছি হোটেল কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতায় আসতে, যাতে করে আমরা সবাই কোনো সমস্যা ছাড়াই বেরিয়ে যেতে পারি।'

এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, 'তারা (আয়োজকেরা) আমাদের কাছে দেড়শ রুম চেয়েছিলেন। তারা আমাদের এটাও বলেছিলেন গেইলের মতো তারকার উপস্থিতি কাশ্মিরের পর্যটনে সাহায্য করবে। কিন্তু রোববার সন্ধ্যা থেকে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না।'

ইতোমধ্যেই সমঝোতার ভিত্তিতে বেশ কজন তারকা ক্রিকেটার হোটেল ছেড়ে বেরিয়ে এসেছেন। পর্যায়ক্রমে বাকিরাও বেড়িয়ে আসবেন বলে জানা গেছে।