আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি তালিকা খতিয়ে দেখছে আইসিসি

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৩ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি তালিকা খতিয়ে দেখছে আইসিসি
ফাইল ছবি

বিপিএলের গেল আসরে ফ্র্যাঞ্চাইজিরা কম ঘোল খাওয়ায় নি বিসিবিকে। ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে পেমেন্ট ইস্যু সব জায়গাতেই ছিল কাড়ি কাড়ি অনিয়ম। অনিয়মের দিক থেকে বিপিএল ছাড়িয়ে গিয়েছিল আগের সকল আসরকে।

বিপিএলের গেল আসর থেকে শিক্ষা নিয়েছে বিসিবি। এবারে 'স্বচ্ছ ফ্র্যাঞ্চাইজি, পরিচ্ছন্ন বিপিএল'— এই মূলমন্ত্র মেনে নিয়ে এগোচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবারে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে সে কারণেই বিশেষ সতর্ক বোর্ড।

আসন্ন আসরে দল পেতে আগ্রহী ১১টি ফ্র্যাঞ্চাইজি থেকে আবেদন প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটটি প্রতিষ্ঠান টিকেছে এখন পর্যন্ত। এসব প্রতিষ্ঠানের ‘ব্যাকগ্রাউন্ড' যাচাই-বাছাই করতে দেশি নিরাপত্তা সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) তথ্য পাঠানো হয়েছিল বলে বাংলা পোস্টকে নিশ্চিত করেছেন বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র।

নাম গোপন রাখার শর্তে বিপিএল গভর্নিং কাউন্সিলের সেই সদস্য বলেন, ‘গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রতিটি কোম্পানির অতীত ও বর্তমান যাচাই করে দেখা হচ্ছে। দেশের ভেতরে কোনো খারাপ রেকর্ড আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘আইসিসির ইন্টেগ্রিটি টিম দেখবে ক্রিকেটীয় অতীত। তাদের রেকর্ডে কোনো ফ্র্যাঞ্চাইজির তথ্য আছে কিনা সেগুলো। কারণ বিপিএলে এবার আইসিসি দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে।’