নারী বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হলো না কোনো বাংলাদেশির

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৩ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
নারী বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হলো না কোনো বাংলাদেশির
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ১১ জন ক্রিকেটারকে বেছে নিল বিবিসি স্পোর্টসের পাঠক মহল। সেমিফাইনাল শেষে এবং ফাইনালের আগে ভোটাভুটির মাধ্যমে ব্যাটার, অলরাউন্ডার ও বোলারদের নিয়ে গঠিত হয়েছে টুর্নামেন্টের সেরা একাদশ।

নারী বিশ্বকাপ শেষ হওয়ার পরদিনই বিবিসি স্পোর্টস তাদের পাঠকদের ভোটের উপর ভিত্তি করে টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী ১১ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। এই দলে বাংলাদেশ, পাকিস্তানের কেউ জায়গা না পেলেও দাপটের সাথে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের খেলোয়াড়রা।

বিশ্বকাপের সেরা একাদশের ওপেনিংয়ে আছেন দুই শক্তিশালী ব্যাটার— দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ট এবং অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালিসা হিলি।

আরও পড়ুন: রেকর্ড প্রাইজমানি পেল ভারত, বাংলাদেশ পেল কতো

লরা ওলভার্ট সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ৯ ইনিংসে ৫৭১ রান করেছেন, যেখানে তার গড় ছিল ৭১-এর উপরে। স্ট্রাইক রেট ছিল প্রায় ৯৯। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের ইনিংস এবং ফাইনালে সেঞ্চুরি তার ধারাবাহিকতা প্রমাণ করে।

অপরদিকে টানা সেঞ্চুরি করে বড় ম্যাচে নিজের কার্যকারিতা দেখিয়েছেন হিলি। ৫ ম্যাচে ৭৪ গড়ে ২৯৯ রান করা এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১২৫-এর বেশি।

এছাড়া টপ অর্ডার ব্যাটার হিসেবে জায়গা হয়েছে ভারতের জেমিমা রদ্রিগেজ ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ও অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনারের।

জেমিমা রদ্রিগেজ এ বিশ্বকাপে ৭ ইনিংসে ২৯২ রান করেছেন ১০১ স্ট্রাইক রেটে। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন তিনি।

ব্যাট-বলে কার্যকর থাকা ন্যাট সিভার-ব্রান্ট ৬ ইনিংসে ২৬২ রান করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন। মাঝের ওভারে ম্যাচ ধরে রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।

আরও পড়ুন: নারী ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিতে ইতিহাস ভারতের

অ্যাশ গার্ডনার ১৩০ স্ট্রাইক রেটে ৩২৮ রান করার পাশাপাশি ৭টি উইকেটও নিয়েছেন। যেকোনো পরিস্থিতিতে ব্যাট ও বল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

বিশ্বকাপের সেরা একাদশে বোলিং আক্রমণকে বৈচিত্র্য দিতে জায়গা পেয়েছেন দক্ষ স্পিনার ও পেসাররা। দক্ষিণ আফ্রিকার মারিয়ানা ক্যাপ ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড জায়গা করে নিয়েছেন পেসার হিসেবে।

অলরাউন্ডার হিসেবে জায়গা পাওয়া মারিয়ান ক্যাপ বল হাতে টুর্নামেন্টে মাত্র ৩.৮৩ ইকোনমিতে তুলে নিয়েছেন ১২ উইকেট। আর মাঝের ওভারে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেওয়ার জন্য তিনি ১৭ উইকেট শিকার করে অজি পেসার অ্যানাবেল সাদারল্যান্ডের জায়গা হয়েছে ক্যাপের সাথে।

স্পিন আক্রমণে আছেন চারজন বোলার। ইংল্যান্ডের সোফি একলেস্টোন ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টে বড় প্রভাব রাখেন। অস্ট্রেলিয়ার আলানা কিং ১৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন। এছাড়া ভারতের শ্রী চরনি ১৪ উইকেট এবং দক্ষিণ আফ্রিকার এনকুলুলেকো ম্লাবা ১৩ উইকেট নিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন।

বিশ্বকাপের সেরা একাদশ: লরা ওলভার্ট, অ্যালিসা হিলি, নাট স্কিভার ব্রান্ট, জেমিমা রদ্রিগেজ, অ্যাশ গার্ডনার, মারিয়ানা ক্যাপ, অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি একলেস্টোন, অ্যালেনা কিং, শ্রী চরনি ও এনকুলুলেকো ম্লাবা।