আজ প্রোটিয়াদের মুখোমুখি জ্যোতিরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম
আজ প্রোটিয়াদের মুখোমুখি জ্যোতিরা

পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু পরের দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গেছে তারা। আজ ভারতের বিশাখাপত্তনমে আসরের আরেক শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। প্রোটিয়া নারীদের বিপক্ষে জিততে হলে ব্যাটারদের অবশ্যই পারফর্ম করতে হবে।

পাকিস্তানকে হারানোর পর শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ লড়াই করে সবাইকে চমকে দিয়েছিল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেনি দল। ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানে হেরে বসে। প্রোটিয়া নারীদের শুরুটা অবশ্য বাংলাদেশের বিপরীত। প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছিল। অবশ্য পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতকে হারিয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে শেষ ম্যাচে আসরের অন্যতম ফেভারিট ভারতকে নাটকীয়ভাবে ৩ উইকেটে হারিয়ে চমক দেখায়।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো কিছু করতে হলে বাংলাদেশের ব্যাটারদের পারফর্ম করতে হবে।  পেসার মারুফার পাশাপাশি স্পিনাররা চমৎকার পারফর্ম করছেন।