মাথায় সিরিজ হারের শঙ্কা নিয়ে আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
মাথায় সিরিজ হারের শঙ্কা নিয়ে আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে আফগানিস্তান জয়টা একপ্রকার অনায়াসেই পেয়েছিল। বাংলাদেশকে ২২১ রানে গুটিয়ে দিয়ে ১৭ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পেয়ে যায় তারা। আজকের ম্যাচের আগে তাদের সিরিজ জয়ের হাতছানি, অন্য কথায় বাংলাদেশের সিরিজ হার। আফগানিস্তানের সম্ভাবনাই বলি বা বাংলাদেশের শঙ্কা, থাকবেই বা না কেন! এই ফরম্যাটে যে শেষ দুটি সিরিজই আফগানিস্তান জিতেছে।

শেষবার বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা ১৯ মাসের পুরনো। শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের। শেষ এক বছরে মাত্র ২টি ওয়ানডে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মলিন অধিনায়ক মেহেদি মিরাজের পরিসংখ্যানও। তার নেতৃত্বে ৮ ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটা। ডু অর ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে। প্রথম ম্যাচে স্বীকৃত দুই স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। আবু ধাবির মন্থর উইকেটে তিন পেসারের যৌক্তিকতাও ছিল না।

সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট। ফেরানো হবে রিশাদ হোসেনকে। ফিরবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানও। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আর হাসান মাহমুদ।

শুধু একাদশে বদল আনলেই চলবে না। অধিনায়ক মিরাজকে পাল্টাতে হবে নিজের ব্যাটিং অ্যাপ্রোচও। তার মন্থরগতির ইনিংস ভুগিয়েছে শেষ ম্যাচেও। বাংলাদেশ দলেরও মাথাব্যথার কারণ অতিরিক্ত ডট বল। সিরিজ বাঁচাতে তাই রানিং বিটুইন দ্য উইকেট হতে পারে সমাধান। টিম ম্যানেজমেন্টও গুরুত্ব দিচ্ছে একই বিষয়ে। সাদা বলের ফরম্যাটে যা কি না পুরনো সমস্যা টিম বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাঈম শেখ। ভিসা জটিলটা কাটিয়েছেন, তবে তার সম্ভাবনা নেই শুরুর একাদশে থাকার।