ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানে হারল জ্যোতির দল


নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে পারল না বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের চরম ব্যর্থতায় ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে বাংলাদেশকে ২২৮ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানে থামে বাংলাদেশ।
শুক্রবার ভারতের গৌহাটিতে ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, মাত্র ৩৩ রানেই ৬ জন ব্যাটার সাজঘরে ফিরে যান। একশর নিচে অলআউট হওয়ার শঙ্কা যখন জেঁকে বসেছে, তখন একাই লড়ে যান ফাহিমা খাতুন। তার ৮০ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ১২৭ রান তুলতে সক্ষম হয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে কিছুটা চাপে পড়েছিল। রাবেয়া খানের ঘূর্ণিতে ৩৫ রানে ২ উইকেট হারায় তারা। কিন্তু এরপর অধিনায়ক সোফি ডেভিন (৬৩) ও ব্রুক হালিডের (৬৯) জোড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু পুঁজি পায় কিউইরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে লেগ স্পিনার রাবেয়া খান ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে দিনের সেরা বোলার ছিলেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় তার এই সাফল্য শেষ পর্যন্ত বৃথাই যায়। বিশ্বকাপে শুভসূচনা করার পর এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার।