নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম
নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি
ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচারণার সময় নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রি আফরোজা আব্বাস।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবীরা। অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আদেশ দেন বিচারক।
 
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৮ সালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিচ্ছিন্ন মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এসময় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এই ঘটনায় বাদী হয়ে পল্টন থানায় মামলা করে পুলিশ।
  
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা নিষ্পত্তির জন্য সরকারের প্রতি আনুরোধ জানান মির্জা আব্বাস।