রিয়ালের বাদের তালিকায় যে ৫ ফুটবলার


রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঢেলে সাজাচ্ছেন নতুন কোচ শাবি আলোনসো। খুব শিগগিরই ৫ ফুটবলারকে ছেড়ে দিতে পারে স্প্যানিশ জায়ান্টরা। যে তালিকায় রয়েছে ২ ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো ও এন্দ্রিকের নামও। নতুন মৌসুমের জন্য ৪ আগস্ট অনুশীলন শুরু করবে রিয়াল। এরপরই আসতে পারে সিদ্ধান্ত।
স্বরূপে ফিরতে মরিয়া রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে শুরু থেকেই সেরা ছন্দ বজায় রাখতে চায় স্প্যানিশ জায়ান্টরা। কার্লো আনচেলত্তি এখন অতীত। শুরু হতে যাচ্ছে শাবি আলোনসো যুগ। কোচ পাল্টে এবার খেলোয়াড় স্কোয়াডেও পরিবর্তন আনতে যাচ্ছে তারা। যেখানে রয়েছে একাধিক বড় নাম।
সবশেষ মৌসুম খুবই বাজে গেছে মাদ্রিদিস্তাদের। ইউরোপের রাজারাই জিততে পারেনি কোনো মেজর শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে—কোনো কিছুই না। মৌসুমের সবকটি এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা লজ্জায় ডুবিয়েছে তাদের। আনচেলত্তি বিদায় নেয়ার পর দায়িত্ব নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে চমক দেখাতে পারেননি আলোনসোও। যুক্তরাষ্ট্রে ৩২ দলের নিউ ফরম্যাটের আসরের সেমিফাইনাল থেকে পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় রিয়াল।
তবে, সেসব ভুলে সামনে তাকাচ্ছেন শাবি। ৪ আগস্ট ভালদেবেবাসে ট্রেনিং সেশন শুরু করবে লস ব্ল্যাঙ্কোস। এরপরই ক্লাব কর্তৃপক্ষকে স্কোয়াড নিয়ে নিজের পরিকল্পনা জানাবেন কোচ। কোন কোন ফুটবলার তার বিবেচনায় নেই, তা জানিয়ে দেবেন পরিষ্কারভাবে। এখন পর্যন্ত ৫ খেলোয়াড়ের নাম এসেছে ইউরোপীয় গণমাধ্যমে। যার মধ্যে দুটো বেশ বড় নামও রয়েছে। দুই ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো ও এন্দ্রিক।
আনচেলত্তির স্কোয়াডে বেশ গুরুত্ব পেলেও শাবির সুনজর পাচ্ছেন না রদ্রিগো। সেলেসাও তারকাকে ছেড়ে দিতে পারে রিয়াল। তবে, তার বাজার দর বেশ চড়া। ১০০ মিলিয়ন ফি'তেও ২৪ বছর বয়সি উইঙ্গারকে নিতে আগ্রহ দেখিয়েছে আর্সেনাল, লিভারপুল ও টটেনহ্যামের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ক্লাব।
বেশ ঢাকঢোল পিটিয়ে গত মৌসুমেই এন্দ্রিককে নিয়েছিলো অল হোয়াইটরা। সব মিলিয়ে ৩৭ ম্যাচ খেলে ৭ গোল করা ফুটবলার এক বছর যেতেই হারিয়েছেন আস্থা। ইনজুরির কারণে নতুন মৌসুমের শুরুতে মাঠের বাইরে থাকতে হবে তাকে। সবকিছু বিবেচনায় আসছে মৌসুমে ১৯ বছর বয়সি ফরোয়ার্ডকে লোনে ছেড়ে দিতে চাইছে রিয়াল। এই তালিকায় আরও আছেন ডেভিড আলাবা, দানি সেবাওস ও ফেরল্যান্ড মেন্ডি। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে সপ্তাহ খানেক পরই।