ভারতের কোচ হতে আবেদন করেছেন গার্দিওলা!

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৭ জুলাই ২০২৫, ১২:১১ পিএম
ভারতের কোচ হতে আবেদন করেছেন গার্দিওলা!

ভারতের জাতীয় দলের প্রধান কোচ হতে নাকি আবেদন করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তার মতো আগ্রহী সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও। দুই স্প্যানিশ কোচের নামে আবেদনপত্র পাওয়ার খবর নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এআইএফএফ এর এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য জানিয়েছেন।

তবে যাচাই করতে গিয়ে গার্দিওলা ও জাভির আবেদনপত্র “ভুয়া” বলে চিহ্নিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

ভারতের ফুটবল ফেডারেশনের জাতীয় দল পরিচালক বৃহস্পতিবার দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “আবেদনকারীদের তালিকায় স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এবং জাভি হার্নান্দেজের নাম ছিল। কিন্তু তাদের আবেদনগুলোর প্রামাণিকতা নিশ্চিত করা যায়নি এবং পরবর্তীতে জানা গেছে যে আবেদনগুলোও আসলে প্রকৃত অর্থে আসল নয়।”

শনিবার ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এআইএফএফ। বিবৃতিতে জানানো হয়, জাভির পাশাপাশি পেপ গার্দিওলার নামেও আবেদনপত্র এসেছে।

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “এআইএফএফ স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের আবেদনপত্রসহ একটি ই–মেইল পেয়েছিল। তবে তাঁদের আবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি। পরবর্তী সময়ে জানা গেছে যে ই–মেইলের আবেদনগুলো আসল ছিল না।”

ভারতের কোচ হতে আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে মোট ১৭০টি আবেদনপত্র পাওয়া গেছে। যাচাই–বাছাই শেষে তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।