ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফার বাণিজ্য বৈঠক আজ

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ জুলাই ২০২৫, ১১:২৯ পিএম

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তিন দিনের এ বৈঠকে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
এখনও পর্যন্ত অর্জিত অগ্রগতির ভিত্তিতে বাংলাদেশ এ দফার বৈঠক থেকে ইতিবাচক ফলাফলের আশা করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রসঙ্গত, ৯-১১ জুলাই ওয়াশিংটনে দ্বিতীয় দফা আলোচনা হলেও ‘এনডিএ’-এর কারণে তা নিয়ে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে ৮ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প অধ্যাপক ইউনূসকে চিঠি দিয়ে জানান, বাংলাদেশের ওপর শুল্কহার ৩৭ নয়, ৩৫ শতাংশ হবে।