মরণ কামড় দিয়েও শেষ রক্ষা হলো না মার্টিনেজের ভিলার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম
মরণ কামড় দিয়েও শেষ রক্ষা হলো না মার্টিনেজের ভিলার
ছবি : সংগৃহীত

প্রথম লেগের ফল দেখেই অনেকে ধরে নিয়েছেন, প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) আটকানোর আর সুযোগ নেই অ্যাস্টন ভিলার। কারণ, হারের ব্যবধানটাই একটু বেশিই হয়ে গিয়েছিল, ৩-১। তবে ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। ফিরতি লেগ নিজেদের মাঠে হবে বিধায় বাড়তি আত্মবিশ্বাস ছিল এমিলিয়ানো মার্টিনেজদের দল ভিলার।

মঙ্গলবার ঘরের মাঠ ভিলা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মরণ কামড় দিয়েছে ভিলা। তাতেও পিএসজির সেমিফাইনালে যাওয়া আটকাতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ফিরতি লেগে ভিলার কাছে ৩-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে সেমিতে চলে গেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজি।