1. হোম
  2. আন্তর্জাতিক

‘হয়তো আর কখনই বাবাকে দেখতে পাব না’

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
‘হয়তো আর কখনই বাবাকে দেখতে পাব না’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের কারাজীবনের দুর্বিষহ চিত্র তুলে ধরেছেন তার দুই ছেলে সুলাইমান ও কাসিম খান। ব্রিটিশ সংবাদমাধ্যম 'স্কাই নিউজ'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারা অভিযোগ করেছেন, তাদের বাবাকে অত্যন্ত অমানবিক পরিবেশে বন্দি করে রাখা হয়েছে।

সুলাইমান ও কাসিম জানান, ইমরান খানকে বর্তমানে সাধারণ কোনো কক্ষে নয়, বরং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত অত্যন্ত ছোট ও আলো-বাতাসহীন একটি কক্ষে তাকে রাখা হয়েছে। এমন কক্ষকে বলা হয় ডেথ সেল।

কক্ষটি অত্যন্ত সংকীর্ণ এবং সেখানে দিনের বেশিরভাগ সময় কোনো আলো থাকে না। মাঝে মাঝে পরিকল্পিতভাবে ওই কক্ষের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে তারা অভিযোগ করেন।

কাসিম খানের ভাষ্যমতে, কারাগারের বর্তমান অবস্থা কেবল খারাপ নয়, বরং ‘ভয়াবহ’।

পিতার সঙ্গে দেখা করার বিষয়ে পাকিস্তান সরকারের আশ্বাস থাকলেও সেটির ওপর ভরসা করতে পারছেন না তার দুই ছেলে। বর্তমানে পাকিস্তানি সরকারের কঠোর অবস্থানে তারা উদ্বিগ্ন।

কাসিম বলেন, ‘পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। যারা বাবার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের কথা শুনে মনে হচ্ছে আত্মবিশ্বাস কমে যাচ্ছে। আমাদের আশঙ্কা হচ্ছে, হয়তো বাবাকে আর কখনোই দেখতে পাব না।’

এদিকে সুলাইমান খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুক্তির বিনিময়ে ইমরান খান কোনো রাজনৈতিক আপস বা নতি স্বীকার করবেন না। বর্তমান পরিস্থিতিতে তারা মনে করছেন, আন্তর্জাতিক মহলের জোরালো চাপই কেবল ইমরান খানকে এই অবস্থা থেকে মুক্ত করার কার্যকর পথ হতে পারে।

২০২৩ সালের মে মাসে দুর্নীতির অভিযোগে প্রথম গ্রেফতার হন ইমরান খান। পরে মুক্তি পেলেও আগস্টে পুনরায় তাকে বন্দি করা হয়। দীর্ঘ আড়াই বছর ধরে তিনি কারাবন্দি রয়েছেন।