1. হোম
  2. জাতীয়

হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন আজ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম
হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন আজ

জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও অমানবিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১২ জনের বিরুদ্ধে আজ বিচার শুরুর আদেশ আজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এই মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ দাখিল করে শুনানি সম্পন্ন করে। রাষ্ট্রপক্ষের দাবি জেআইসি সেলে শত শত মানুষকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। সরকার পতনের পর আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন এই সেল থেকে নির্যাতনের পর মুক্তি পান।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, এসব গুমের পেছনে সরাসরি নির্দেশনা ছিল শেখ হাসিনার এবং তা বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করতেন তারিক আহমেদ সিদ্দিক।

এ মামলায় মোট ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই-এর সাবেক ৫ জন মহাপরিচালক, ৫ জন পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল।

বর্তমানে এই মামলার আসামিদের মধ্যে ৩ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

গুমের মামলার পাশাপাশি আজ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লব চলাকালীন রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগে আরও একটি মামলার কার্যক্রম চলবে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।