তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ মার্চ ২০২৫, ০৯:২৮ পিএম
তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

গতকাল হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর। 

আজ দুপুরে তামিমকে দেখতে সাভার বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান আবু জাফর। এরপর সাংবাদিকদের আবু জাফর জানান, তামিমকে নিয়ে শঙ্কা কেটে গেলেও পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টা সংকটজনক। 

গতকাল সাভারের বিকেএসপিতে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তার হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। 

ধীরে ধীরে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান আবু জাফর। তিনি বলেন, ‘তামিমের অবস্থার উন্নতি হচ্ছে এবং সে হাঁটাহাঁটি শুরু করেছে। তবে পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টা সংকটজনক। খেলাধুলাসহ স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য তাকে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হবে।’ 

এছাড়াও তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী। তিনি জানান, আজ সকালে করা ইকোকার্ডিওগ্রামে কোন সমস্যা লক্ষ্য করা যায়নি। 

তিনি বলেন, ‘তার হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক বলে মনে হচ্ছে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আবারও এবনরমাল বিট হতে পারে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানান্তর না করার পরামর্শ দিয়েছি। তামিমের হঠাৎ অবস্থার অবনতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কম পরিশ্রম এবং কঠোর পর্যবেক্ষণ রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

পরবর্তী পদক্ষেপ নিয়ে তামিমের পরিবার আলোচনা করছেন বলে জানান ওয়াদুদ। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তার পরিবার। আমরা যেকোন ঝুঁকি না নিতে পরামর্শ দিয়েছি।’