সুযোগ নষ্ট করে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম
সুযোগ নষ্ট করে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ম্যাচ শুরুর বাঁশি পড়তেই এলো সুযোগ, তা নষ্ট করার পরও আরও বেশ কয়েকবার গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ কড়া নাড়ল, তবে সবই নষ্ট করে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মার্চ) এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

এদিন ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিতে থাকে বাংলাদেশের খেলোয়াড়রা। এর পরিপ্রেক্ষিতে কিক অফের পরই আসে সুযোগ।

হামজা চৌধুরীর উদ্দেশে কিক অফের শট নেন শাহরিয়ার ইমন। বল রিসিভ করেই মজিবুর রহমান জনির উদ্দেশে ডান দিকে লং পাস বাড়ান তিনি। এ সময় জনি প্রস্তুত না থাকলেও ক্লিয়ার করতে গিয়ে তার পায়েই বল দিয়ে বসেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ। এরপর ফাঁকা পোস্ট পেয়েও তাড়াহুড়ায় জালের বাইরে বল মারেন বাংলাদেশ ফরোয়ার্ড।

এরপর দশম মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে ইমনের হেডার পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর ভারতীয় গোলরক্ষকের গোলকিক শাকিল আহাদ তপুর পিঠে লেগে চলে যায় বক্সের ভেতরে থাকা হৃদয়ের পায়ে। তবে তাকে কোনোমতে কর্নারের বিনিময়ে গোল করা থেকে বঞ্চিত করেন শুভাশিষ বোস।

অষ্টাদশ মিনিটে ফের সুযোগ আসে ডেডলক ভাঙার। তবে শেখ মোরসালিনের পাঠানো ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে ব্যর্থ হয়ে সেটি নষ্ট করেন ইমন।

৩১তম মিনিটে অবশ্য দুর্দান্ত এক আক্রমণ শাণায় ভারত, তবে ডিফেন্ডার ও গোলরক্ষক মিতুলের কল্যাণে যে যাত্রায় জাল অক্ষত থাকে বাংলাদেশের।

দশ মিনিট পর গোল করার আরও একটি সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে উড়ে আসা বলে হেড পাস দিয়ে তা জনির কাছে পাঠান ইমন। বল ধরে প্রতিপক্ষের বক্সেও ঢুকে পড়েন তিনি। সে সময় তার সামনে শুধুই ভারতীয় গোলরক্ষক। অথচ, বোকার মতো সিদ্ধান্তহীনতায় ভুগে শেষ পর্যন্ত গোলরক্ষককে বল দিয়ে দেন তিনি।

প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ ভারত দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে। ২০তম মিনিটের দিকে চোট নিয়ে মাঠ ছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের অনুপস্থিতিও টের পায় তার সতীর্থরা।

এ সময় থেকে বাংলাদেশের রক্ষণে ত্রাস ছড়াতে থাকেন ভারতীয় ফুটবলাররা। মাঝেমধ্যে অবশ্য বাংলাদেশও আক্রমণে উঠে গোল করার চেষ্টা অব্যাহত রাখে।

শেষ মুহূর্তে গোল করার ভালো একটি সম্ভাবনাও জাগান ফাহিম। তবে বিশাল কাইথের নৈপুণ্যে হতাশ হতে হয়ে কাবরেরার শিষ্যদের।

ফলে স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে না পেরেই মাঠ ছাড়তে হয় দুদলকে।