সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম
সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে
ছবি : সংগৃহীত

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব মাসুদুজ্জামান বলেন, ‘ইফতারের পর অ্যাম্বুলেন্সে করে তামিমকে নিয়ে আসবে। পুলিশ প্রোটকলও পাবে। সর্বোচ্চ মহল থেকে সিদ্ধান্ত এসেছে। পুরো রাস্তায় যানযট, ইফতারের পর রাস্তা ফ্রি বলেই ওই সময় বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

হার্টে রিং পরানোর পরদিনই তামিম ইকবালকে ঢাকায় নিয়ে আসা হবে। আজ সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হবে। বিষয়টি  নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডএম) ভাইস-প্রেসিডেন্ট ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব মাসুদুজ্জামান। 

ইফতারের পর সাধারণত রাস্তা তুলনামূলক ফাঁকা থাকে। এ সময়টা বেছে নেওয়া হয়েছে তামিমকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করার জন্য। দেশের ইতিহাসের সেরা ওপেনারকে পুলিশ প্রটোকলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হবে বলে জানান মাসুদুজ্জামান। 

চিকিৎসকের পরামর্শ ও পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসুদুজ্জামান বলেন, 'পারিবারিক সিদ্ধান্ত এটা। ডাক্তারের মতামত নিয়েই করা। ইফতারের পরে অ্যাম্বুলেন্সে করে তামিমকে নিয়ে আসবে। পুলিশ প্রোটকলও পাবে। সর্বোচ্চ মহল থেকে সিদ্ধান্ত এসেছে। পুরো রাস্তায় যানযট, ইফতারের পর রাস্তা ফ্রি বলেই ওই সময় বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম। হার্ট অ্যাটাকের পর একটা পর্যায়ে হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল তার। বিকেএসপিতে সিপিআর দেওয়া হয় অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। হৃদস্পন্দন ফেরাতে তামিমকে দেওয়া হয় ডিসি শক। 

সোমবার বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের টস করেন মোহামেডান অধিনায়ক তামিম। এরপর বুকে ব্যথা হলে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে যান তিনি। কিছুটা সুস্থ বোধ করায় বিকেএসপিতে ফিরলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক এই ওয়ানডে অধিনায়ক। 

সিপিআর দিয়ে তাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করলে তার হার্টে ব্লক ধরা পড়ে। দ্রুততার সঙ্গে তামিমের হার্টে রিং পরানো হয়। দ্বিতীয় দফায় হাসপাতালে নেওয়ার আগে তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টারও মজুদ ছিল। কিন্তু হেলিকপ্টারে তোলার মতো অবস্থা ছিল না বলে সেখানেই তামিমের চিকিৎসা হয়।