নওগাঁয় ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে’ ৬ জন হাসপাতালে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৬ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
নওগাঁয় ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে’ ৬ জন হাসপাতালে

ঢাকা থেকে ট্রাকে করে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নওগাঁয় ৬ শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখনও জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন ভুক্তভোগীরা।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। এরপর তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে অজ্ঞান অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়। এরপর তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ছয়জনের মধ্যে একজনের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানিয়েছে, তারা সাভারের হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা পানি, রুটি আর পান খাওয়ানো হয়েছে। এর বেশি আর কিছু তিনি বলতে পারেনি।

ওসি বলেন, কখন এবং কীভাবে তাদের ট্রাক থেকে বাইপাস সড়কের গ্যাস পাম্পের পাশে ফেলে দেওয়া হয়েছে—এ বিষয় জানতে পুলিশ কাজ করছে। শহরের এবং বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সর্বক্ষণ তাদের দেখাশোনা করছেন।

আরও পড়ুন: সিলেটে এ যাবৎকালের সবচেয়ে বড় চোরাই চালান জব্দ

তিনি বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া রোগীদের জ্ঞান ফিরতে কমপক্ষে ১৮ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। ফলে নাম-পরিচয় সনাক্ত এবং তারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, তা জানতে তাদের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চিকিৎসকের ধারণা, তাদের পান অথবা ডাবের পানির সঙ্গে চেতনানাশক শক্তিশালী ঔষধ খাওয়ানো হয়েছে।