তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির আনন্দ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরের শার্শায় এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড আর ফেস্টুন নিয়ে এই মিছিলে অংশ নেন।
এ সময় ‘তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে’ স্লোগানে মুখরিত হয়।
আনন্দ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শার্শার বাজার প্রদক্ষিণ করে ফের উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খয়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।
নেতারা বলেন, আগামী ২৫ তারিখ প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে আমরা শার্শা থেকে কয়েক হাজার নেতাকর্মী বুধবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হব।