1. হোম
  2. সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন রুমিন ফারহানা

Bangla Post Desk
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন রুমিন ফারহানা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আমি নির্বাচন করবো। আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হবে।

তিনি আরও বলেন, যদি ব্যবস্থা নিতে চায়, ব্যবস্থা নিক, আমি বাধা দিতে পারবো না।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে ঘোষণা করেন।

মহাসচিব জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দীর্ঘ আলোচনার পর ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথে এগোচ্ছেন। তিনি ইতোমধ্যেই বিভিন্ন সভা-সমাবেশে নিজের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

বিপি/ এএস

ট্যাগ: বিএনপি