1. হোম
  2. রাজনীতি

দেশে ফিরেই ভোটার হবেন তারেক রহমান, জানা গেল তারিখ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
দেশে ফিরেই ভোটার হবেন তারেক রহমান, জানা গেল তারিখ
ফাইল ছবি

আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই ২৭ ডিসেস্বর ভোটার হওয়ার জন্য আবেদন করবেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে ইসি আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া দলটির প্রতিনিধির এ দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।

সিইসি আরও বলেন, মনোনয়ন পত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্রে সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফাইড কপি দেওয়ার কথা হয়েছে সেটি আরপিওতে নাই। সে বিষয়ে স্পষ্ট করতে বলেছি। আর যাতে মনোনয়ন পত্রের সঙ্গে সার্টিফাইড কপি যাতে না দেওয়া লাগে সেটি আমরা বলেছি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু চাই বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।

বিপি/আইএইচ