1. হোম
  2. রাজনীতি

বিএনপির সাথে জোট না করার সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম
বিএনপির সাথে জোট না করার সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের
ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে সমযোতা, আসন ভাগাভাগি বা জোট না করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদের

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

হাসান আল মামুন বলেন, গণঅধিকার পরিষদ একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে চায়। আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও প্রার্থী নিয়ে ভোটের মাঠে থাকতে চাই। এ কারণে বিএনপিসহ কোনো দলের সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাওয়ার সিদ্ধান্ত নেইনি

তিনি আরও বলেন, দলটি গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে এবং শিগগিরই নির্বাচনী কৌশল ও প্রার্থী তালিকা নিয়ে দলীয় ফোরামে আলোচনা শুরু হবে।

গণঅধিকার পরিষদের এই সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিপি/ এএস