1. হোম
  2. রাজনীতি

মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা ১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২২ ডিসেম্বর) ধানমণ্ডির নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে আসিফ জানান, সরকারে দেড় বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনি আসনের উন্নয়নে।

জুলাই অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে এমন তথ্য আছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘নিরাপত্তা ঘাটতির কারণে প্রাচারণা বাধাগ্রস্ত হতে পারে৷ ধানমন্ডি ১০ আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনি বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান আসিফ।’

যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ৷ জনগণকে সাথে নিয়ে জয়ের আশাবাদও এ সময় ব্যক্ত করেন এই তরুণ নেতা।