অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
দুর্ঘটনায় পা হারানো বগুড়ার মেধাবী শিক্ষার্থী মো. বাইজিদ হোসেনের জীবনে ফিরে এলো নতুন গতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর তত্ত্বাবধানে বাইজিদের ডান পায়ে সফলভাবে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে বাইজিদের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এসময় তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বাইজিদকে শুভেচ্ছা ও সহমর্মিতা জানান।
উল্লেখ্য, ২০২৪ সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন শিক্ষার্থী বাইজিদ হোসেন। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে ডান পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে বাইজিদের পক্ষ থেকে কৃত্রিম পায়ের জন্য আবেদন করা হলে তারেক রহমান তার দায়িত্ব গ্রহণ করেন এবং উন্নত মানের কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রনি, শেকৃবি ছাত্রদল নেতা মিসবাউল আলম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, আর্তমানবতার সেবায় বিএনপির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও খবর
ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার
৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা
বাংলাদেশ-জাপান ইপিএ আলোচনা সম্পন্ন, যা জানা গেল
হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা