1. হোম
  2. বিনোদন

এবার হেনস্তার শিকার সামান্থা

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
এবার হেনস্তার শিকার সামান্থা
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি- সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছেন। এর আগে একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী নিধি আগারওয়াল।

রোববার (২১ ডিসেম্বর) হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বের হওয়ার সময় ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন সামান্থা। অনুষ্ঠানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরিহিত সামান্থাকে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় চারদিক থেকে ঘিরে ধরেন ভক্ত-অনুরাগী ও আলোকচিত্রীরা

নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখলেও অতিরিক্ত ভিড়ের চাপে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। কেউ ছবি তুলতে চাইছেন, কেউ আবার একঝলক দেখার চেষ্টা করছেনসব মিলিয়ে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। গাড়ি পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয় অভিনেত্রীকে।

তবে এমন পরিস্থিতিতেও শান্ত ও সংযত ছিলেন সামান্থা। ধীরে ধীরে এগোতে এগোতে তিনি ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। পরে নিরাপত্তাকর্মীরা আলাদা করে পথ পরিষ্কার করে তাকে গাড়িতে তুলে দেন।

উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেত্রী নিধি আগারওয়ালও একটি গানের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হন। ভিড়ের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে তাকে আতঙ্কিত হতে দেখা যায়।

প্রসঙ্গত, সামান্থা রুথ প্রভু সম্প্রতি ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেনতিনিডিসেম্বর ২০২৫ তারিখে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ক্যারিয়ার প্রসঙ্গে, সামান্থাকে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এ। ছয় পর্বের এই সিরিজে তার বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। সিরিজটি পরিচালনা করেছেন রাহি অনিল বারভে। পাশাপাশি তিনি নন্দিনী রেড্ডির পরিচালনায় তেলেগু সিনেমা ‘মা ইন্টি বঙ্গারাম’-এর কাজেও ব্যস্ত রয়েছেন।

বিপি/ এএস