যে কারণে সরিয়ে নেয়া হলো তারেক রহমানের ফ্লাইটের দুই কেবিন ক্রুকে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটে করে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ফ্লাইটের দায়িত্বে থাকা দুজন কেবিন ক্রুকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ বিমান।
এরা হলেন, জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, তারেক রহমান ও তার পরিবারের নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই দুই কেবিন ক্রুর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। এমনকি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে দুজনের ছবিও রয়েছে। জানা যায় নিয়মিত এই দুই কেবিন ক্রু শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন।
তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২ মে একই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।