1. হোম
  2. রাজনীতি

ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম
ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।

জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত ওসমান হাদীর কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জিয়ারতের সময় আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফারহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদী। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় কবির পাশে দাফন করা হয়। হাদির মৃত্যুতে গতকাল দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।