কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে এনসিপি।

তালিকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-মো. সারজিস আলম (পঞ্চগড়-১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), মো. নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), ডা. তাসনিম জারা (ঢাকা-৯) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮)।

কুমিল্লা-৪ আসনটি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি দেবিদ্বার আসন থেকে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন ও ২০০১ সালে টানা চারবার সাংসদ নির্বাচিত হন।
 
বিপি/আইএইচ