‘সুষ্ঠু নির্বাচন হোক, যে ক্ষমতায় আসবে আমরা অভিনন্দন জানাব’

Staff Reporter
বাংলাপোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৫ নভেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
‘সুষ্ঠু নির্বাচন হোক, যে ক্ষমতায় আসবে আমরা অভিনন্দন জানাব’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার সরকারের আমলে তিনটি নির্বাচনে মানুষ অংশ নিতে পারেনি। এবার অন্তত দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, তাতে যেই ক্ষমতায় আসুক, জামায়াত তাদের অভিনন্দন জানাবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দেশগড়ার কাজে নারী-পুরুষ সবাই অংশ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, কেউ যদি চোখ, মুখ না ঢাকেন জামায়াত কাউকে বাধ্য করবে না। জামায়াতের অঙ্গিকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।  

দেশে এখনো কোনো সংস্কার হয়নি অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, কেউ না কেউ কোনো না কোনো সংস্কার কাজে বাধা দিয়েছে, হস্তক্ষেপ করেছে।তারা এটা চায় না, ওটা চায় না- শুধু চায় নির্বাচন।

তবে জমায়াত যেনতেন নির্বাচন চায় না উল্লেখ করে তিনি বলেন, আমরা যেনতেন নির্বাচন চাই না। সুষ্ঠু নির্বাচন চাই। স্বৈরাচার সরকারের আমলে তিনটি নির্বাচনে মানুষ অংশ নিতে পারেনি। এবার অন্তত দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, তাতে যেই ক্ষমতায় আসুক, আমরা তাদের অভিনন্দন জানাব।

জামায়াত আমির বলেন, আমাদের দল গায়ের জোর খাটানোর, কালো টাকার প্রভাব খাটানোর চেষ্টা করে না। আমাদের এসবের প্র্যাকটিসও নাই। জনগণ আমাদের ওপর আস্থা না রাখলে টাকা দিয়ে ভোট কিনে ব্যালট ভরাতে চাই না। আমাদের অন্ধ সমর্থন দরকার নাই।