গণভোটের ব্যালট পেপার কেমন হবে, জানালেন ইসি সচিব
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। তবে ভোট দিতে গিয়ে ভোটাররা যেন বিভ্রান্ত না হন, সেজন্য আলাদা রঙের ব্যালট পেপার রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, গণভোটের ব্যালট পেপার ‘রঙিন’ হবে এবং নির্বাচনের ব্যালট পেপার হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যেকোনো কালি।
আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে জানিয়ে আখতার আহমেদ বলেন, সে অনুযায়ী নির্বাচনি প্রস্তুতি এগোনো হবে। সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। প্রবাসীরাও গণভোট দিতে পারবেন।
ব্যালট পেপার প্রিন্টিংয়ের বিষয়ে সরকারি প্রেসের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানান ইসি সচিব।
এ সময় উপস্থিত থাকা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই জাতীয় সনদ সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত নিতে গণভোট কীভাবে হবে সেটা ঠিক করতে গণভোট অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এ অধ্যাদেশ আজকে মন্ত্রিপরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আজকে বা কালকের মধ্যে এটার গেজেট নোটিফিকেশন হয়ে যাবে।
