জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল
ঠাকুরগাঁওয়ের মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সমস্যা সৃষ্টি করে তাদের গণতন্ত্র ও নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা জনগণ বরদাস্ত করবে না।’

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি রুহিয়া থানা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জামায়াতে ইসলামী বলছে তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না, ব্যক্তি বাদ দিয়ে তারা দলের কথা বলে, আমরা এটা মানতে রাজি না। কারণ মানুষ দলের প্রতীক দেখে নয় যোগ্য প্রার্থী দেখে ভোট দেয়।’
 
বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু সংখ্যক দল আছে যারা নির্বাচন চায় না। কারণ তারা জানে তারা নির্বাচিত হতে পরবে না। জনগণ তাদের মেনে নেবে না।’
 
মির্জা ফখরুল এ সময় পিআরসহ আরও সব অমীমাংসিত বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে আসছে। আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’

রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।