শেয়ার বাজার লুটের টাকার নব্য পাহারাদার হয়েছে বিএনপি: পাটওয়ারী
বিএনপি আওয়ামী লীগ আমলের ব্যাংক, শেয়ার বাজার লুটের টাকার নব্য পাহারাদার হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনা না গেলে, উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাব।
রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি সমর্থক আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এএলএ) আত্মপ্রকাশ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন বলেন, সংবিধানের গণভোট নেই, আছে নির্বাচন। জাতির সঙ্কট দূর করতে নির্বাচন করতে হবে। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষা করতে হবে।
জুলাই সনদ গণভোট জনগণ বোঝে না, ঘাড়ের চাপিয়ে দেওয়া হয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে নাসীরুদ্দীন বলেছেন, ‘আপনি যদি না বোঝেন, তাহলে রাজনীতিতে এসেছেন কেন?’
