‘কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
‘কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।ছবি: সংগৃহীত

কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীদের মোকাবিলায় কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দেওয়া এই তরুণ ছাত্রনেতা তার পোস্টে বলেন, ১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য হাতে বাঁশের লাঠি।সারা দিন রাজপথে ভোটারযোগ করব আর খুনি লীগের গুণ্ডাগুলারে খুঁজব। 

তিনি বলেন, দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়ামাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকবেন শহীদ পরিবার ও আহত ভাই-বোনেরা।

স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরাউনের সঙ্গে তুলনা করে ওসমান হাদী বলেন, দেশ ধ্বংসের জন্য কয়েকশ কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা। আপনারাও কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন। আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হইতে দেব না। ইনশাআল্লাহ।