খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৩:০৮ এএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ আসনের মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু গুলশানে বেগম খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন।
আগামী ১২ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সুলতান সালাহউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে তিনি এ আমন্ত্রণপত্র তুলে দেন।
