আজই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতির চিত্র তুলে ধরতে আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনী তফসিল ঘোষণার আগ মুহূর্তে এ সাক্ষাৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইসি সূত্র জানায়, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সবই গ্রহণ করে রেখেছে ইসি।’
এদিকে আজ বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকবে তফসিল ঘোষণা। পরবর্তীতে তা গণমাধ্যমে প্রচার করা হবে বলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগেই তফসিল ঘোষণার যাবতীয় প্রস্তুতি গুছিয়ে রাখে কমিশন। এরপর রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই দিনই বা পরদিন তফসিল ঘোষণা করা হয়—এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
ইসির কর্মকর্তারা বলছেন, ভোটার তালিকা হালনাগাদ, পোলিং সেন্টার চূড়ান্তকরণ, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়সহ প্রয়োজনীয় সব কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপরও নিবিড় নজর রাখছে কমিশন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতি–ইসি বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া নতুন গতি পাবে এবং তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন রাজনীতির উত্তাপ আরও বেড়ে যাবে।
বিপি/ এএস
