মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

মেট্রোরেল যাত্রীরা কিছুটা হলেও এখন স্বস্তির শ্বাস ফেলতে পারেন। কেননা যাত্রীদের জন্য চলমান ভ্যাট অব্যাহতি আরও ছয় মাস বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, ‘এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে। এখন মন্ত্রিপরিষদে রয়েছে।’

চলতি ডিসেম্বরের ৩১ তারিখ ভ্যাট অব্যাহতি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। জানুয়ারির ১ তারিখ থেকে কথা ছিল প্রতি টিকিটে ভ্যাট বসানোর। তবে সেটি এখন আর হচ্ছে না। আগের ভাড়াতেই মেট্রোতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে মেট্রোরেল। দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের কারণে এটি রাজধানীবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যেই।

২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। তবে এ ভ্যাট আদায় নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর।