ফের রাস্তায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা, মিরপুর রোডের যান চলাচল বন্ধ
ঢাকার সাত সরকারি কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ দ্রুততম সময়ের মধ্যে জারির দাবিতে ফের রাস্তায় নেমেছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজের শহীদ মিনার চত্ত্বর থেকে বিক্ষোভ শুরু করে দুপুর একটায় কলেজ থেকে বের হয়। এ সময় সায়েন্সল্যাব ও নিউ মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলরত শিক্ষার্থীরা ঢাকা কলেজ হয়ে সায়েন্সল্যাব দিয়ে ঘুরে ইডেন কলেজের সামনে দিয়ে ফের ঢাকা কলেজের সামনে দিয়ে প্রদক্ষীণ করতে থাকে।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, সাত কলেজের সমণ্বয়ে গঠিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনিশ্চিয়তা দূর করতে দ্রুততম সময়ের ভেতর অধ্যাদেশ জারি করা জরুরি। কেনানা যেসকল অনিশ্চয়তা এই মুহূর্তে বিদ্যমান, সেগুলো তাতে নিরসন হবে।
শিক্ষার্থীদের মতে অধ্যাদেশ ছাড়া প্রশাসনিক কাঠামো, পরীক্ষা ব্যবস্থা, ডিগ্রির বৈধতা সবকিছুই রয়েছে অনিশ্চয়তার ভেতর। তাদের শঙ্কা এগুলো সমাধান না হলে তাদের ভবিষ্যৎ ঝুকির ভেতর পড়তে পারে।
এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
