এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠা-নামা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠা-নামা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ
বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক বার্তায় বলা হয়, “বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ১২০০ ঘটিকা ১৬০০ ঘটিকার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।”

“এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।”