ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন
মানববন্ধন। ছবি- সংগৃহীত

ভোলা থেকে বরিশাল পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে কুড়িল টাইলস অ্যান্ড স্যানেটারি মার্কেট মালিক ও কর্মচারী সমিতির সদস্যরা মানববন্ধন করেছেনমানববন্ধনে তারা দ্রুত সময়ের মধ্যে দুই জেলার মধ্যে সেতু নির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার কুড়িল বিশ্বরোডে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে কুড়িল টাইলস অ্যান্ড স্যানেটারি মার্কেট মালিক ও কর্মচারী সমিতির উদ্যোগে ‘ভোলা-বরিশাল সেতু চাই’-এ দাবিতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কুড়িল টাইলস অ্যান্ড স্যানেটারি মার্কেট মালিক সমিতির সহ সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক মজনু, প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম, সদস্য জামাল উদ্দিন, কর্মচারী সমিতির সভাপিতি নুরুল ইসলাম, সাধারণ রাজা মিয়া।

বক্তারা আরও বলেন, ভোলা থেকে গ্যাস সারাদেশে সরবরাহ করা হলেও ভোলাকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাখা কোনোভাবেই বৈষম্যহীন নতুন বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা অতি দ্রুত ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়ন চাই।

মানববন্ধনে বক্তারা ভোলা-বরিশাল সেতুর মাধ্যমে ভোলার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিল্পায়ন ও পর্যটন সম্ভাবনার প্রসার ঘটবে বলে মতামত দেন। একই সঙ্গে তারা সরকারের প্রতি সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই বেড়ি বাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা।

বিপি/এএস