সাবেক সরকারের আমলে নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে: ইসি সানাউল্লাহ
সাবেক সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে নির্বাচন কমিশন পুনরায় মেরামতের চেষ্টায় কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, এককভাবে কমিশনের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচনের জন্য সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, এ সময়, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, তাই নিরপওার ক্ষেত্রে এবার কিউ. আর. কোড স্ক্যানের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। সেইসাথে, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই জানিয়ে বলেন, এক ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন ভোট দিতে।
বিপি/ এএস
