৭ দিনের ভেতর দেখাতে হবে নকশা, অন্যথায় ভবন সিলগালা
ভূমিকম্পে রাজধানীর বংশালের কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙ্গে তিনজন নিহত হয়েছেন। সেই ভবনের নকশা দেখতে চেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
কিন্তু ভবনের নকশা রাজউককে দেখাতে পারেনি বাড়ির মালিকপক্ষ। ৭ দিনের ভেতর সেই ভবনের নকশা রাজউককে দেখাতে না পারলে সেই ভবনটি সিলগালা করে দেয়ার নির্দেশ দিয়েছেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম ।
শনিবার (২২ নভেম্বর) কসাইটুলির সেই ভবনটি পরিদর্শন শেষে এমনটাই মন্তব্য করেন তিনি।
রাজউক চেয়ারম্যান বলেন, 'সাত দিনের সময় দেয়া হলো, সাত দিনের ভেতর তিনি নকশা না দেন, আমি তাহলে ভবনটি সিলগালা করে দিব।'
একইসঙ্গে শীগ্রই ঢাকার ঝুকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত ও ঝুকিপূর্ণ ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থাদি গ্রহণের কাজ শুরু করে দিয়েছে রাজউক।
উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫.৭ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। বড় রকমের ক্ষয়ক্ষতি না হলেও ১০ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন শতাধীক মানুষ।
এদিকে এই ঘটনার পর পলাতক করেছেন ভবনের মালিক তিন ভাই।
