মেট্রোরেল ট্র্যাকে মিলল দুই ককটেল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২১ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
মেট্রোরেল ট্র্যাকে মিলল দুই ককটেল
ছবি: সংগৃহীত

রাজধানীর কাজিপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি মেট্রোরেল ট্র্যাক থেকে স্কচটেপে মোড়া জর্দার কৌটার ভেতরে রাখা দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিস্ক্রিয় করে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে মেট্রোরেল লাইনে ককটেল পড়ে থাকার খবর পায় এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর সোহেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাকের লাইন থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পাই এবং দ্রুত সেখানে গিয়ে কার্যক্রম শুরু করি। কারলাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌তবে মেট্রোরেলের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন কাফরুল থানায়।

ঘটনাস্থলে সিসিটিভির বিষয়ে তিনি বলেন, যেখান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বৈদ্যুতিক লাইন অনেক ওপরে। তবে আশপাশের ভবন এবং নিচের দোকানগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করছে পুলিশ।

গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে চলছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অবিস্ফোরিত ককটেলও উদ্ধার হচ্ছে নিয়মিত। সর্বশেষ এক বিস্ফোরণে ডিএমপির পল্লবী থানার একজন এএসআই আহত হয়েছেন।

এ ঘটনাগুলোর সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।