ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে হামলা, গ্রেফতার ৪

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ময়মনসিংহ
প্রকাশিত:২২ নভেম্বর ২০২৫, ১০:২৯ এএম
ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে হামলা, গ্রেফতার ৪
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে কটেল হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নগরের কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ (৩০), মো. বিপুল (২১), আকুয়া ওয়্যারলেছ গেট এলাকার মো. রাজন (১৯)। এরা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার রাত ৩টার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।