ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য বিএমইউতে জরুরি প্রস্তুতি

Bangla Post Desk
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত:২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম
ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য বিএমইউতে জরুরি প্রস্তুতি
ছবি- সংগৃহীত

ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জরুরি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিএমইউ গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য জরুরি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিএমইউ এর সাধারণ জরুরি বিভাগে চারটি বেড (শয্যা) আহতদের জরুরি চিকিৎসার জন্য সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে।

আহতদের চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে ইতোমধ্যে বিএমইউর নিউরোসার্জারি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগ এবং এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেসসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যানগণকে (বিভাগীয় প্রধান) প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বিএমইউ এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের জরুরি নির্দেশে এই প্রস্তুতি নেয়া হয়েছে।

এ তথ্য জানিয়েছেন বিএমইউ এর নবনিযুক্ত পরিচালক  (হাসপাতাল)  ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান।

তিনি আরও জানান, সাধারণ  জরুরি বিভাগে ইভিনিং শিফটে দায়িত্বে থাকবেন ডা. অমিত এবং ডা. নুসরাত শারমিন।