ভূমিকম্পের শোকবার্তায় যা বললেন তারেক রহমান
ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তারেক রহমান ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছ। দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যমতে ৬ জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে ব্যথিত।
তিনি আরও বলেন, আমি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারদের শোক ও কষ্ট সহ্য করার শক্তি দেন। সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনা উন্নত করা সম্ভব হতো, মানুষকে সুরক্ষিত রাখা এবং ক্ষয়ক্ষতি কমানো যেত। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে সবসময় এগিয়ে এসেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের ভূমিকম্পের ক্ষয়ক্ষতিও বাংলাদেশী মানুষ অতিক্রম করতে সক্ষম হবে।
তারেক রহমান বলেছেন, বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং তাদের সহমর্মিতা ও সহযোগিতা অব্যাহত রাখবে। আমি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
