বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ ভারতকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতের কাছে ৯ কোটি ২৮ লাখ ডলার মূল্যের অস্ত্র বিক্রি সংক্রান্ত দুটি চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।এসব অস্ত্রের মধ্যে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকবে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের ৯ মাস পর এ সিদ্ধান্ত এলো।
ওই বৈঠকে দুই নেতাই ‘প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর ফলে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় চলতি বছরের অক্টোবরে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, অস্ত্রগুলো ‘ভারতের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াবে’।
এদিকে, ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রে তৈরি আরও অস্ত্র কেনার আহ্বান জানিয়েছেন।
যদিও রাশিয়া ভারতের অস্ত্র সরবরাহের শীর্ষ উৎস, তবুও ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে সেই হার ৬২ শতাংশ থেকে কমে ৩৪ শতাংশ হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্য থেকে বেড়ে ২০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। যা কিনা যুক্তরাষ্ট্রকে রাশিয়া ও ফ্রান্সের পরে ভারতের তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত করেছে। সূত্র: বিবিসি
