ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় তিন শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন আরও অন্তত ৯৩ জন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এটিই ইউক্রেনে রাশিয়ার অন্যতম ভয়াবহ প্রাণঘাতী হামলা।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে রাশিয়ান বাহিনী ইউক্রেনের টার্পোনিল শহর, ভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলায় রাশিয়া ৪৭০টির বেশি ড্রোন এবং ৪৭টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।
